মাদ্রাসা দারুল হাদীস সালাফিইয়াহ - এর বৈশিষ্ট্য সমূহ
১. এ মাদ্রাসার শিক্ষা কোর্স সমাপনান্তে উচ্চ শিক্ষা লাভের জন্য মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হওয়ার সুযোগ।
২। ছাত্র-ছাত্রীদের উত্তম চরিত্রের প্রতি বিশেষ দৃষ্টি রাখা।
৩. বিদ্যার্জনের পাশা-পাশি ছাত্র-ছাত্রীদের পৃথক পৃথক ভাবে বাংলা, ইংরেজী ও আরবী ভাষায়
বক্তৃতা প্রশিক্ষনের ব্যবস্থা।
৪. দেশ-বিদেশের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষাপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক
মন্ডলী দ্বারা শিক্ষা দান।
৫. গরীব, মেধাবী ও চরিত্রবান ছাত্রদের ফ্রী থাকা ও খাওয়ার ব্যবস্থা।
৬. আবাসিক ছাত্রদের ৩ (তিন) বেলা স্বাস্থ্য সম্মত খাবার প্রদান।
৭. শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে ফ্রী বই বিতরণ।
৮. শিক্ষক ও ছাত্রদেরকে মাদ্রাসার আদায় কাজে সম্পৃক্ত করা হয়না ।
৯. সুযোগ্য, সমাজ সেবী, ধর্মপরায়ণ ব্যক্তিবর্গ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কাজে সদা নিয়োজিত
আছেন।
১০. তিন দিকে পুকুর অন্য দিকে ঢাকা-সিলেট মহাসড়ক, বৈচিত্রময় গাছ-পালায় বেষ্টিত, মনোরম
নিবির মুক্তাঙ্গনে মাদ্রাসাটি অবস্থিত।
১১. মাদ্রাসার পশ্চিম পার্শ্বের পুকুর পাড়ে উন্মুক্ত খোলা মাঠের দিকে প্রস্তাবিত বহুতলা
বিশিষ্ট আবাসিক আধুনিক ছাত্রাবাস নির্মানের সিদ্ধান্ত গ্রহন।
বি:দ্র: ছাত্রদের খাবারের মান ও পুষ্টিগুণ উন্নত করার লক্ষ্যে মাদ্রাসার কোষাধ্যক্ষ
মহোদয় আলহাজ্ব ফকির বদরুজ্জামান সাহেব নিজ উদ্যোগে প্রতি সপ্তাহে তিন দিনের গোশত ও
হিফযুল কুরআন বিভাগের ছাত্রদের জন্য প্রত্যহ মাথাপিছু ২৫০ গ্রাম করে দুধ সরবরাহ করে
থাকেন। جزاه الله أحسن الجزا